মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি
সমাজের শান্তি, সম্প্রীতি ও মঙ্গলের জন্য কাজ করা সবার দায়িত্ব। একই সাথে আমাদেরকে অন্যায়, অবিচার ও অসংগতির বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন নব নির্বাচিত মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি (জন্মাষ্টমী) উদযাপন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। উৎসবকে ঘিরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এ সময় তিনি আরো বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে আধুনিক বাংলাদেশ গড়ে তুলবো। পারস্পারিক সহাবস্থানের মাধ্যমে সকল ধর্মের মানুষের একত্রে বসবাসই বাংলাদেশের ঐতিহ্য। যার যার ধর্ম সে পালন করবে, এটাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। আশা করি, সম্প্রতির এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সকল ধর্মের মানুষের পাশে যেকোনো সহযোগিতায় বিএনপি অতীতের ন্যায় আমৃত্যু সনাতনী ভাইদের সহযোগিতায় পাশে থাকবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক প্রমুখ। এর আগে জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ভক্তগণ অংশগ্রহণ করে। মঙ্গল শোভাযাত্রায় ঢোল-তবলা বাজিয়ে শ্রীকৃষ্ণের নাম-গানের মাধ্যমে ধরাধমে তাঁর আগমনকে স্বাগত জানান ভক্তবৃন্দ।
পূজার আনুষ্ঠানিকতা শেষে জন্মাষ্টমি উপলক্ষে ভক্তবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করে ধর্মীয় রীতি অনুসারে শিক্ষার্থী ভক্তবৃন্দ গীতা পাঠ ও কীর্তন করেন। পরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টের দমন ও শিষ্টের রক্ষা, নিপীড়নের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা এবং মানবজাতির কল্যাণে শ্রীকৃষ্ণের পৃথিবীতে আগমন ঘটে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে কারাগারে দেবকী ও বসুদেবের ঘরে জন্ম হয় ভগবান শ্রীকৃষ্ণের। শাস্ত্র মতে, তখন পাশবিক শক্তি যখন চারদিকে ন্যায় ও সত্যকে দমন করছিল, তখনই শ্রীবিষ্ণু কৃষ্ণরূপে অবতার হয়ে অশুভ শক্তিকে পরাজিত করে সত্য, সুন্দর ও মানবিকতার জয় ঘটান। তার জন্ম ও কর্মের মধ্য দিয়ে যুগে যুগে মানুষ পেয়েছে প্রেরণা ও দিকনির্দেশনা।