মোঃ আঃ কুদ্দুস খান,মঠবাড়ীয়া পিরোজপুর প্রতিনিধী;
দেশীয় প্রজাতির মাছ রক্ষা করুন,অবৈধ জাল পাতা থেকে বিরত থাকুন।মাছে ভাতে বাঙ্গালী দেশ হবেনা কাঙ্গালী। ১২/০৭/২৫ তারিখ শনিবার জনাব প্রদীপ রায় মেরিন ফিসারিজ অফিসার মঠবাড়ীয়া পিরোজপুর এর নেতৃত্নে সাপলেজা ইউনিয়নের বিভিন্ন এলাকার জলাশয় থেকে চায়না বুচনা,বোডা জাল,গড়া জালের উপর আকশ্মিক মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ টি জাল জব্দ করেন। যে চায়না বুচনা জাল গুলো দেশীয় প্রজাতির মাছ নিধনের মরন ফাদ।বিদ্যুৎ যেভাবে মানুষের সংস্পর্ষে থাকলে মনুষ মারা যায় চায়না বুচনা কারেন্ট জাল তদ্রপ।উক্ত জন্দকৃত চায়না বুচনা কারেন্ট জাল গুলো সাপলেজা ইউনিয়ন পরিষদের সামনে জন সম্মূখে আগুনে পুরে বিনষ্ট করা হয়। আগামী দিন থেকে সাপলেজা ইউনিয়নের সকল খাল বিল,জলাশায় অবৈধ এই জাতীয় জালের উপর অভিজান অব্যাহত থাকবে।
আপনি সচেতন হউন অবৈধ জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ নিধন থেকে বিরত থাকুন।দেশ বাচান দেশীয় প্রজাতির মাছ রক্ষা করুন।