দেওয়ান আজাদ পারভেজ;
জীবনে কিছু অর্জন করতে চাইলে সর্বপ্রথম দরকার মনোযোগ এবং লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা। চোখ বন্ধ রেখে যেমন কেউ লক্ষ্যভেদ করতে পারে না, তেমনি লক্ষ্যহীন প্রচেষ্টা কখনো কাঙ্ক্ষিত সাফল্য এনে দেয় না।
বিশ্বখ্যাত সাহিত্যিক লিও টলস্টয় বলেছেন, “বিশ্বকে বদলাতে চাইলে প্রথমে নিজেকে বদলাও।” মহাত্মা গান্ধীও একই কথা বলেছেন— “তুমি নিজেই সে পরিবর্তন হও, যা তুমি বিশ্বকে দেখাতে চাও।”
দার্শনিক সক্রেটিসের মতে, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষকে নৈতিকতা ও আত্ম-উন্নয়নের পথে導 করা।
মানুষ পৃথিবীর একমাত্র প্রাণী, যে নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দেয়। অথচ মানবাধিকারের মূল লক্ষ্যই হলো মানবিক মর্যাদা বজায় রাখা— যা বাংলাদেশের সৃষ্টি, স্থিতি এবং সমৃদ্ধির প্রধান ভিত্তি।
জীবনে অস্থিরতার পেছনে ছুটে সুখ পাওয়া যায় না। মধ্যমানের শান্ত ও স্থির জীবনই মানুষকে বেশি সুখ দেয়। জীবন আসলে প্রতিযোগিতা নয়— সহযোগিতাই জীবনের প্রকৃত রূপ। ধৈর্য হারানো চলবে না; সময় ও সুযোগ একদিন আসবেই।
চালাকির চেয়ে বিশ্বস্ততা অনেক বেশি মূল্যবান। শিয়াল খুব চালাক হলেও মানুষ কুকুরকেই পোষে, কারণ বিশ্বস্ততা জীবনকে নিরাপদ করে। দক্ষতা আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা জন্ম নেয় ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা কোনো অভিশাপ নয়— সাফল্যের প্রথম সোপান।
অনেকে মনে করেন ধন-সম্পদ অর্জন করাই জীবনের উদ্দেশ্য। কিন্তু প্রকৃত সত্য হলো— অর্থ জীবন চালানোর উপায়, লক্ষ্য নয়। অধিক ধন লোভ জীবনের মূল্যবোধকে নষ্ট করে দেয়।
এক ধনকুবের ব্যাংকে ২০০ কোটি টাকা রেখে মারা গেলেন; মৃত্যুর পর তার স্ত্রী ড্রাইভারকে বিয়ে করলেন। ড্রাইভার মনেই বললেন— “এতদিন ভেবেছিলাম আমি মালিকের জন্য পরিশ্রম করি; এখন দেখি মালিকই আমার জন্য পরিশ্রম করে গেছেন।”
জীবনের কঠিন সত্য হলো—
১) দামি ফোনের প্রায় ৭০% সুবিধাই অপ্রয়োজনীয়।
২) দ্রুতগতির গাড়ির ৭০% গতি কখনো কাজে লাগে না।
৩) প্রাসাদসম বাড়ির বেশিরভাগ ঘর খালি থাকে।
৪) আলমারিভর্তি কাপড়ের অনেকটাই কখনো পরাই হয় না।
৫) জীবনের পরিশ্রমে উপার্জিত অর্থের ৭০% ব্যবহার করেন অন্যরা।
যাদের জন্য অর্থ জমিয়ে যাবেন, তারা আপনার জন্য বছরে একবার প্রার্থনা করার সময়ও নাও পেতে পারে। তাহলে করণীয় কী?
উত্তর একটাই— অধিক ধন নয়, সুস্থ শরীর ও সুস্থ জীবনই প্রকৃত অর্জন। মানুষকে ক্ষমা করুন, দুশ্চিন্তা কমান, জীবনকে সহজভাবে উপভোগ করুন।
শেষ পর্যন্ত সবাইকেই একটুকু কাফনের কাপড় নিয়েই পৃথিবী ছাড়তে হয়—
“পৃথিবীতে পোশাকবিহীন এসেছিলে হে গালিব!
একটি কাফনের জন্য এত লম্বা সফর করলে!”