মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া এলাকায় অবস্থিত কচুয়া বিলে একটি নতুন বছরের কৃষকদের আবাদের জন্য ডিপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের উপস্থিতিতে ডিপটির উদ্বোধন করা হয়।
ডিপটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাটকালুপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমি এই এলাকারই সন্তান। আপনাদের সুখ-দুঃখে, যেকোনো প্রয়োজনে আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি নিরলসভাবে কাজ করে যেতে চাই।” তিনি আরও বলেন, এই ডিপ চালু হওয়ার ফলে এলাকার কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি সংরক্ষণ, মাছ চাষ ও শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানি ব্যবহারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এতে করে স্থানীয় কৃষক ও মৎস্যজীবীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষক, মৎস্যজীবী ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি ডিপের প্রয়োজন ছিল।ডিপটি চালু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান শেষে ডিপটির সফল ব্যবহার, এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক হাফেজ মোঃ ফিরোজ আহমেদ।