মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বধ্যভূমি প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৮টা ৩০ মিনিটে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলীয় নেতাকর্মী এবং শত শত সাধারণ মানুষের উপস্থিতিতে মহান বিজয় দিবসের কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশ স্বাধীন করার জন্য তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।