মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ সময় প্রায় ২ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর-২৫) সন্ধ্যা সাড়ে ৭ টায় সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজ চত্বরে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা,সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,যুগ্ম সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার, সহ সাধারণ সম্পাদক মো.শাহিন আকতার হামিদ,কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নিয়ামত আলী বাবু,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মো.সাহাদৎ হোসেন রকেট,আলহাজ্ব কে এম খয়বর আলী,আলহাজ্ব মো.আব্দুল মালেক মোল্লা সহ আলেম ওলামা স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী দোয়া মাহফিলে অংশ নেন। বক্তারা তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং কল্যাণ কামনায় দোয়ার আহ্বান জানান।
দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।