মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি, নওগাঁ জেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক এস এম রেজাউল ইসলাম রেজু আজ বৃহস্পতিবার নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে এবং তাদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।এ সময় তিনি উপস্থিত সকল পূজারী ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন৷
বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতিতে সম্প্রীতি বজায় রেখে তিনি বলেন—আমরা চাই সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে থাকুক,শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে উঠুক। এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, ফারুক বকত সহ উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷