মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ নভেম্বর ২০২৫ সকাল সাড়ে ১০ টায় আত্রাই উপজেলা অডিটোরিয়াম রুমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় কিরাআত, আযান,উপস্থিত বক্তৃতা, হামদ-নাত,রচনা,কবিতা আবৃত্তি ও ইসলামি জ্ঞান বিষয়ে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরে আলম সিদ্দিক।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ আকবর হোসাইন।
প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনা মলক বক্তব্য রাখেন তিনি বলেন তোমরা যারা প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীরা পর্যায়ক্রমে জেলা,বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশ নিতে পারবে।