মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আত্রাই নদীতে গোসল করতে নেমে প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ তিন ঘন্টা পরে মরদেহ উদ্ধার করেছে এলাকার সাধারণ জণগণ। নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া লগিপুর গ্রামের প্রতিবন্ধী ও মৃগী রোগী সজীব (২২) নামে এক যুবক সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলন।
প্রতিদিনের মতো আজ মঙ্গলবার ২৬ আগষ্ট আত্রাই নদীতে সাথীদের সাথে গোসল করতে আত্রাই নদীতে যায়।সাথীদের সংগে নদীতে নেমে পানিতে ডুপ মারে সে আর জেগে ওঠেনি জেগে না ওঠার কারণে এদিক সেদিক সংগীরা সবাই অনেক খোঁজাখুঁজি শুরু করে একপর্যায়ে তার নানির বাড়িতে খোঁজ নিয়ে জানা যায় সে বাড়িতে যায় নাই এরপরে একজন মহিলা নদীতে গোসল করতে নদীতে নামলে তার পায়ের সঙ্গে বেধে যায় এতে সে ভয়ে পানির উপরে উঠে। খবর পেয়ে এলাকার যুবক ছেলেরা আত্রাই নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর তার মৃত লাশ উদ্ধার করে লগিপুর বেরিবাধের উপরে রাখে,একনজর মৃত লাশ দেখার জন্য সেখানে শত শত জনতার ভিড় জমায় । জানা যায় সজীব ছোটবেলা থেকে তাহার পিতা-মাতা হারা সন্তান সে তার নানীর বাড়িতে নানীর কাছেই বড় হয় এবং প্রতিবন্ধী হিসেবে সে এলাকায় পরিচিত লাভ করে।
তার নানীর বসবাসের কোন জায়গা নেই এবং কোন ভালো ঘরও নেই সেই ভাঙ্গা ঘরে সে ছোট থেকে ২২ বছর যাবত সেই ভাঙা চালার ঘরে থাকতেন,সজীব সরকারি ভাবে কোনদিন কোন অনুদান পায়নি।