পিরোজপুর জেলা প্রতিনিধি ;
প্রতিবেদন ৬ মে ২০২৫:আমাদের স্কুল আনন্দের রঙিন ফুল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর সদর ৮০ নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জানানো হয়েছে ফুলেল শুভেচ্ছা এবং এক বৈচিত্র্যময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ই মে) সকাল ১১ টায় বিদ্যালয়ের প্রাঙ্গণ ও হলরুমে, আয়োজিত অনুষ্ঠানের প্রাক প্রাথমিক শিশুদেরকে ফুল এবং চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয়, এরপর শিশুদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা, গান, কবিতা, নৃত্য, অভিনয় , কেক কাটা সহ বিভিন্ন অনুষ্ঠান, অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণীর দুইজন শিক্ষার্থী অপরাজিতা ও অনুরাগ এর জন্মদিন পালন করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ছাত্র-ছাত্রীরা একটা আনন্দঘন দিন উপভোগ করেছে। ৮০ নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আশফিয়ার সঞ্চালনায়, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ই.উ.আরসি ইন্সট্টাক্টর রনু আহমেদ, সদর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নির্মল চন্দ্রশীল, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অদিতি বিশ্বাস, শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশ করেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের প্রশংসা করেন।