পিরোজপুর প্রতিনিধিঃ আব্দুল হান্নান শেখ
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সম্মানিত আমীর তোফাজ্জল হেসাইন ফরিদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী জহিরুল হকের সঞ্চালনায় জিয়ানগর ও পিরোজপুর সদর উপজেলা সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এড. মোয়াজ্জেম হোসাইনন হেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আমীর হাফিজুর রহমান, পিরোজপুর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমীর ইসহাক আলী খান, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, জিয়ানগর উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা সভাপতি মোঃ ইমরান খান, শিবিরের সদর উপজেলা সভাপতি মোঃ আহসান, পৌর সভাপতি মোঃ রাকিবুল ইসলামসহ বিভিন্ন সেন্টারের সভাপতি ও সেক্রেটারীবৃন্দ।