জেলা প্রতিনিধি পটুয়াখালী;
বাংলাদেশ ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের দেওয়া অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে পটুয়াখালী বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক ফোরাম গ্রাহকদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর ( শোমবার) পটুয়াখালী, ইসলামী ব্যাংক পটুয়াখালী শাখার সামনে আয়োজিত মানববন্ধনে মাওঃ নূরুল আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পটুয়াখালী উন্নয়ন ফোরামের সভাপতি ও সাংস্কৃতিক জোটের সেক্রেটারী মোঃ শামিম, ইসলামী ব্যাংক গ্রাহক মাওঃ শহিদুল ইসলাম, সহ অন্যন্য। মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক অবৈধভাবে দখল করেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর এস.আলম। ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ দূর্নীতি করে ৩৬ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে । বক্তারা আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডারদেরকে এই ব্যাংকে চাকরি দেওয়া হয়েছে অনিয়ম করে। ফ্যাসিস্ট এর দোসরদের চাকরি থেকে বরখাস্ত করে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে। এসময় বিভিন্ন স্থান থেকে আগত ব্যক্তিবর্গ, ব্যাংক গ্রাহক সহ রেমিটেন্স যোদ্ধারা উপস্থিত ছিলেন।