জাফর ইকবাল, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
বাংলাদেশ ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের দেওয়া অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে যশোরের ঝিকরগাছায় বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর (রবিবার) ঝিকরগাছা বাসস্ট্যান্ড ইসলামী ব্যাংক ঝিকরগাছা শাখার সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আমেরিকা প্রবাসী ও রেমিটেন্স হোল্ডার আব্দুল হামিদ। ব্যবসায়ী আমিনুর রহমান রবি'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঝিকরগাছা উন্নয়ন ফোরামের সভাপতি আবিদুর রহমান, ইসলামী ব্যাংক গ্রাহক সহকারী অধ্যাপক মশিউর রহমান, আসাদুজ্জামান আসাদ। মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক অবৈধভাবে দখল করেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর এস.আলম। ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ দূর্নীতি করে ৩৬ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে । বক্তারা আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডারদেরকে এই ব্যাংকে চাকরি দেওয়া হয়েছে কোন দেওয়া হয়েছে অনিয়ম করে। ফ্যাসিস্ট এর দোসরদের চাকরি থেকে বরখাস্ত করে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে। এসময় বিভিন্ন স্থান থেকে আগত ব্যক্তিবর্গ, ব্যাংক গ্রাহক সহ রেমিটেন্স হোল্ডার গন উপস্থিত ছিলেন।