স্টাফ রিপোর্টার;
বাঙালির ঐতিহ্য বাংলা নববর্ষ উপলক্ষে ঈশ্বরদী উপজেলা পরিষদের পক্ষ থেকে পান্তা ইলিশ ভোজনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে মহিষের গাড়ি সহ বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উক্ত র্যালি শেষে পান্তা ইলিশ ভোজন,গ্রামীন ঐতিহ্য লাঠিখেলা,তীর নিক্ষেপ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী আটঘরিয়া আসনের মাননীয় এমপি, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার টিএম রাহসিন কভীরের সভাপতিত্বে ঈশ্বরদী পৌরসভার সম্মানিত মেয়র ইছাহক আলী মালিথা, সহ অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী,ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী থানার তদন্ত অফিসার মোঃ মনিরুজ্জামান।
মুক্তিযুদ্ধের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল খালেক, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিীয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না, অন্যান্য কর্মকর্তাবৃন্দ,পৌর কাউন্সিলর,ইউপি চেয়ারম্যানবৃন্দসহ অংশ নেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।