স্টাফ রিপোর্টার ;
উজিরপুরের শাতলা, বাজারে ঈগলের অফিস ভাঙচুর তিন নেতাকর্মী গুরুতর আহত বরিশাল সদর মেডিকেলে ভর্তি।
স্বতন্ত্র প্রার্থী শেরে বাংলা এ.কে ফজলুল হকের নাতি এ.কে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীক নিয়ে গনো গণসংযোগ দেখে নৌকার প্রার্থী মেননের চোখে ঘুম নেই টেনসনে স্বতন্ত্র প্রার্থী রাজুর কর্মীদের উপর বিভিন্ন জায়গায় হামলা ও অফিস ভাঙচুর নেতাকর্মীরা আহত সহ পোস্টার ছেড়ার অভিযোগ রয়েছে।
আজ বানরীপাড়া উপজেলার বারোবাকপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ ও পথসভা হয়েছে। এ সময় পথসভায় হাজার হাজার সাধারণ ভোটারদের উপস্থিতি ছিলেন।
বরিশাল জেলার রাজনৈতিক অঙ্গনে এক তরুণ উদীয়মান নেতা ফাইয়াজুল হক রাজু। শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র এবং প্রয়াত সাবেক মন্ত্রী একে ফায়জুল হকের বড় ছেলে ফাইয়াজুল হক রাজু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানাড়ীপাড়া) ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। রাজুর বাবা চারবার এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বলে এখানে তার গ্রহণযোগ্যতাও বেশি। এ আসনে নৌকার মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে স্বতন্ত্র প্রার্থী রাজু। তার জনপ্রিতায় টেনশনে পড়েছেন জোটের নৌকা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান।
আসন্ন নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন রাজু। তবে এ আসনটিতে জোট থেকে মেননকে দলীয় মনোনয়ন দেয়া হয়। পরে রাজু নেতাকর্মীদের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হন। সংসদ সদস্য নির্বাচিত হলে দাদা ও পিতার মতোই সততা ও যোগ্যতা দিয়ে এলাকাবাসীর সেবা করতে চান বলেও জানিয়েছেন রাজু।
এদিকে নৌকা প্রতিক পেয়েও স্বস্তিতে নেই মেমন। তার জয়ের পথে বড় বাধা হয়ে দাড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী রাজু। এরইমধ্যে উঠান বৈঠক ও সভাগুলোতে ভোটারদের অংশগ্রহণ বিরোধী শিবিরের কপালে চিন্তার ভাজ ফেলেছে। নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা, কর্মীদের মারধর, কর্মীদের নিপীড়ন ও জীবন নাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাজু।
রাজু নির্বাচনী প্রচারণার মাঠ অনেকটাই নিজের নিয়ন্ত্রণে বাগিয়ে এনেছেন। নৌকার সমর্থকদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা নৌকার প্রার্থী মেননের সঙ্গে না থেকে গোপনে ও প্রকাশ্যে কাজ করছেন ঈগল প্রতীকের প্রার্থীর পক্ষে।
ঈগল প্রতীকের প্রার্থী রাজু জানিয়েছেন আমি ও আমার পরিবার ১০০ বছরের আওয়ামী লীগ আমি নৌকায় ছিলাম, নৌকায় আছি চিরদিন নৌকায় থাকবো আমি কখনো জার্সি বদল করিনি। আমি নৌকার বিরুদ্ধে নির্বাচনে আসিনি ভাড়াটিয়া মাঝির বিরুদ্ধে নির্বাচনে এসেছি।
নৌকার প্রার্থী মেনন নৌকা ভাড়া নিয়ে নানা বাড়ি বেড়াইতে এসেছে নদীর পানি শুকিয়ে গেছে তাই নৌকা নিয়ে টেনশনে পড়েছে।এ কারণে আমার নির্বাচনীয় প্রচার প্রচারণায় বাধা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে জনগনতা ভোটের মাধ্যমে সাত তারিখে জবাব দিবে।