মো: সোহরাওয়ার্দী হোসেন
ব্যুরো প্রধান রাজশাহী
শ্রম জীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন অনিবার্য,এই স্লোগান কে সামনে রেখে,
সিরাজগঞ্জ চৌহালী উপজেলা এনায়েতপুর থানা শাখা আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগ মে দিবস পালন করা হয়।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, এনায়েতপুর থানা সভাপতি, ডাঃ আইয়ুব আলী সেখ, সেক্রেটারি মোঃআল মাসুম। সাবেক সভাপতি, মোঃ সোলায়মান হোসেন। চৌহালী উপজেলা তাঁতশ্রমিক ট্রেডইউনিয়ান সভাপতি মোঃ আঃকাদের সেক্রেটারি মোঃ আঃসবুর, চৌহালী উপজেলা রিক্সা ও ভ্যনশ্রমিক ট্রেডইউনিয়ান সভাপতি মোঃ নুর আলম সেখ, সেক্রেটারি মোঃশামিম ফকির, চৌহালী উপজেলা দোকান কর্মচারী ট্রেডইউনিয়ান ভারপাপ্ত সভাপতি মোঃসোহরাব আলী,
দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ানের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেম্বার ছোরহাব আলী সহ শত শত নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
এই সময়ে এনায়েতপুর থানার সভাপতি আইয়ুব আলী সাহেব বলেন :স্বাধীনতার অর্ধশত বছর গড়ালেও, শ্রমজিবী-মেহনতি মানুষ হয়নি শৃংখলমুক্ত। আমরা শ্রমিক, শ্রম বেচি
পানির দামে রক্ত বেচি।
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে।
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করতে হবে। নারী ও পুরুষের বেতন ভাতার সমতা বিধান করার পাশাপাশি কল কারখানায় নারীর জন্য উপযুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে।
শ্রমিকদের পেশাগত ট্রেনিংয়ের ব্যস্থা করতে হবে।
কল কারখানায় ঝুঁকিমুক্ত ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।