মো: সোহরাওয়ার্দী হোসেন;
ব্যুরো প্রধান রাজশাহী ;
এনায়েতপুরে জাতীয় পার্টির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন সিরাজগঞ্জ-৫ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. ফজলুল হক ডনু।
শুক্রবার সন্ধ্যায় (২২ ডিসেম্বর) এনায়েতপুর নতুন হাটে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদ প্রার্থী মো. ফজলুল হক ডনু।
সভাপতিত্ব করেন মো. মতিন বেপারী সভাপতি জাতীয় পার্টি এনায়েতপুর। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন মো. আলী আকবার সভাপতি জাতীয় পার্টি বেলকুচি উপজেলা আরো অনেকে।
এ সময় ফজলুল হক ডনু বলেন, সিরাজগঞ্জ ৬৬ (বেলকুচি, চৌহালী এনায়েতপুর আংশিক) আসন নিয়ে সিরাজগঞ্জ-৫ আসন গঠিত। আমি জাতীয় পার্টি'র একজন মনোনীত প্রার্থী। আমার প্রতীক লাঙ্গল মার্কা। সিরাজগঞ্জ-৫ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কা নিয়ে আমি প্রতিদ্বন্দ্বী করছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ জয়যুক্ত হতে পারবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, বেলকুচি চৌহালী, এনায়েতপুরের জনগণ যদি আমাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে জয়যুক্ত করে, তাহলে দীর্ঘদিনের যে দাবি এনায়েতপুর উপজেলার সেটা আমি বাস্তবায়ন করবো। এবং বেলকুচি,চৌহালী, এনায়েতপুরে যে তাঁতের ঐতিহ্য সেটা আমি ফিরে আনবো ইনশাআল্লাহ।