মোঃ আঃ কুদ্দুস খান
বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া (পিরোজপুর)
জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনাকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্যকে রাষ্ট্রীয় দায়িত্বজ্ঞানহীন ও বিবেকবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এমপি প্রার্থী ও জুলাই আন্দোলনের অগ্রণী সেনা ড. শামিম হামিদী।
তিনি বলেন, বিগত ১৬ বছর ধরে সহিংস নির্বাচন, দিনের ভোট রাতে হওয়া এবং কালো অমানিশার অন্ধকারে নিমজ্জিত দেশকে জুলাই যোদ্ধারা ত্যাগ ও রক্তের বিনিময়ে মুক্ত করেছে। জনগণকে দেখানো হয়েছিল স্বচ্ছ, সুশৃঙ্খল ও শোষণমুক্ত রাষ্ট্র গড়ার স্বপ্ন। মানুষ পেয়েছিল কথা বলার অধিকার, ভোটের অধিকারসহ মৌলিক অধিকার ফিরে পাওয়ার আশা।
কিন্তু দুঃখজনকভাবে যারা বুকের তাজা রক্ত ঢেলে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, আজ তাদের বুকেই গুলি চালানো হচ্ছে। প্রশ্ন উঠছে—জুলাই যোদ্ধারা কেন আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন?
ড. শামিম হামিদী আশঙ্কা প্রকাশ করে বলেন, তফসিল ঘোষণার পরের দিনই একজন এমপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানো হয়, আর সেই ঘটনার প্রেক্ষিতে সিইসির ঠাট্টামূলক বক্তব্য দেশের সব এমপি প্রার্থীর জীবনহানির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না, তা নিয়ে জাতি গভীর উদ্বেগে রয়েছে।
তিনি আরও বলেন, যারা দেশকে নতুন করে স্বাধীনতার স্বাদ দিয়েছে, তারা যদি নিরাপত্তা না পায়, তাহলে সাধারণ জনগণ কীভাবে নিরাপত্তা পাবে—এই প্রশ্ন আজ সর্বত্র।