আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা সহ ১ জন নারীকে আটক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন। অদ্য ২৭ সেপ্টেম্বর২৫ ইং তারিখে ৩:৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্হ রেজুখাল চেকপোষ্টের একটি নিয়মিত তল্লাশী দল কর্তৃক টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে যাত্রীর শরীরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১ জন আসামি শিল্পী আক্তার (২৮), নামের মাদক পাচারকারীকে আটক করা হয়। তার পিতা-শেখ ইউসুফ, মাতা- জেলেকা খাতুন, গ্রাম- চর-অমরাপুর, হাজীগঞ্জ, পোষ্ট- চর হাজীগঞ্জ-৭৮০০, থানা- চরভদ্রাসন, জেলা-ফরিদপুর। তাকে ২,০০০ পিস বার্মিজ ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।
এছাড়াও ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়েছে।
আটককৃত বার্মিজ ইয়াবা ও অন্যান্য মালামালসহ আসামীকে প্রচলিত আইন অনুযায়ী রামু থানায় মামলা দায়ের করতঃ পুলিশে নিকট সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন। লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, পালাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
অধিনায়ক বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে আসবে বলে আশাবাদী।