স্টাফ রিপোর্টার;
কক্সবাজার - চট্রগ্রাম সড়কে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে প্রতিনিয়ত শত শত মানুষ।
আজ ২৮- ডিসেম্বর ২০২৩ চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কে আজিজ নগর কলাতলী ১২ নাম্বার ব্রিজ নামক এলাকায় ভোর ৬ টার সময় পিকনিকের বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে
এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার ফলে উভয় দিকের যানচলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ঐ দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে আহত একজন যাত্রী জানিয়েছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পিকনিকের বাসটি নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এই ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনার জন্য মূলত অসচেতন ড্রাইভাররাই দায়ী বলে মনে করছেন অনেক যাত্রী।
পুলিশ কর্মকর্তাগণ দুর্ঘটনার স্থানটি পরিদর্শন করেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করা হবে বলে জানান এক কর্মকর্তা।