মোঃ নুরুজ্জামান খোকন, পিরোজপুর প্রতিনিধি;
পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের কালীগঙ্গা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়নের সয়না গ্রামের নদীতীরবর্তী ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার এ মানববন্ধনে অংশ নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালীর সয়না মৌজায় কালীগঙ্গা নদীর আড়াই একর বালুমহল জেলা প্রশাসন ইজারা দিলেও দীর্ঘদিন ধরে ইজারার বাইরে থেকে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। এর ফলে সয়না, ধাবরী ও মেঘপাল গ্রাম সংলগ্ন এলাকায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। জমি ও বসতভিটা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তুম আলী সরদার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সমাজসেবী নজরুল ইসলাম তালুকদার, বিএনপি নেতা কবির হোসেন সিকদার, ছাত্রনেতা আল আমিন, ইউপি সদস্য ফিরোজ খান ও সোনালি রানী দাস প্রমুখ।
ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ অসুস্থ থাকায় ঢাকা থেকে মুঠোফোনে জানান, অবৈধ বালি উত্তোলনের বিষয়ে তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে একাধিকবার অবগত করেছেন। প্রশাসন মাঝে মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও বলগেট জব্দ করলেও প্রভাবশালী ঠিকাদারেরা পুনরায় বালি উত্তোলন শুরু করে দেন।
তিনি আরও বলেন, “এই দ্বীপঘেরা এলাকায় নদীভাঙন ঠেকানো সম্ভব নয় যদি অবৈধ বালি উত্তোলন বন্ধ না করা যায়। তাই এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।”মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, অবৈধ বালি উত্তোলনের কারণে তাদের বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে চলতে থাকলে অচিরেই এলাকার সব বসতঘর ও ফসলি জমি নদীতে হারিয়ে যাবে।