মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর প্রতিনিধি)
পিরোজপুরের কাউখালী উপজেলাধীন ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন থেকে ২০পিস ইয়াবা মাদকদ্রব্য সহ একজনকে আটক করেছে থানা পুলিশ। ২৪ আগষ্ট (রবিবার) ভোররাতে উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়নের বেলতলা এলাকায় অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ যুবরাজ খান (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী যুবরাজ খান একই এলাকার সেকেন্দার খান এর পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবরাজ দীর্ঘদিন ধরে শিয়ালকাটি সহ পার্শ্ববতী এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কাউখালী থানার একদল চৌকস পুলিশ টিম যুবরাজকে ইয়াবাসহ আটক করলেও তার অপর সঙ্গীরা পালিয়ে যায়। আটকের বিষয়ে নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান বলেন, আটক যুবরাজের বিরুদ্ধে অভিযোগসহ একাধিক মামলা রয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স,এ বিষয়ে আমাদের অভিযান চলমান আছে এবং থাকবে। আটক যুবরাজের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় একটি মামলা করা হয়েছে।