পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে,কেন্দ্রীয় ঘোষিত ১লা সেপ্টেম্বর জেলা পর্যায়ে ও ৩রা সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন। ৩রা সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলার ৫টি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে,উপজেলা চত্বরে সকাল ৯ঘটিকা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি শেষে পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের দিক নির্দেশনায়,উপজেলা বিএনপি'র সভাপতি এস এম আহসান কবির এর সভাপতিত্বে,বেলা ১১ঃ৩০ এর সময় আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে হাজারো নেতাকর্মীর মুখরিত স্লোগানে উপজেলা চত্বর থেকে শুরু করে র্যালিটি শহরের মূল সড়ক অতিক্রম করে নির্ধারিত আলোচনা সভাস্থলে উপস্থিত হন।
উক্ত আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু,ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন সহ স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন,সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া,গিয়াস উদ্দিন অলি,সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার,মোঃ রফিকুল ইসলাম রফিক, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন,স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ,সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন,সদস্য সচিব শোইয়াব সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,আগামী জাতীয় নির্বাচনে প্রতীক ধানের শীষ কে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত ১৬ বছর হাজারো নেতৃবৃন্দ হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। ছাত্র-জনতার আন্দোলন ও তাজা রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। নতুন করে আবারো দেশকে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে তারা গোপনে মাঠে নেমেছে। আমরা তারেক জিয়ার নেতৃত্বে,সকল নাগরিকের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচন ও ভোট অধিকারের মধ্য দিয়ে ক্ষমতায় আনবো বলে ব্যক্ত করেন।