মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলাধীন ৩নং সদর ইউনিয়নের,আইরন ঝাপুর্সি বদরপুর গ্রামের একটি বসতবাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৭ নভেম্বর সোমবার রাত আনুমানিক ১টা থেকে ১:৩০ ঘটিকার মধ্যে দুর্বৃত্ত কর্তৃক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানাযায় বদরপুর গ্রামের ২৭ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন "আকাশ কুটির" দিতলা বিশিষ্ট সন্মুখ ভাগ পাঁকা ও পিছন কাঁচা কাঠের তৈরি ঘরটিতে বিগত দের থেকে দু বছর মানুষ বিহীন তালাবদ্ধ ছিল। পরিবারের সদস্যগণ অন্যত্র চাকরি ও ব্যবসার কারণে বাসাটি একপ্রকার পরিত্যক্ত ছিলো। বাড়ির মালিক শহিদুল ইসলাম তাওফিক এর ভাই মোঃ শাহ শাজাহান তিনি বলেন যে,গভীর রাতে শত্রুতামূলক কে বা কাহারা আগুন লাগিয়ে চলে যায়। ঘরের ভিতরে থাকা ফার্নিচার কাপড় এবং অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়,বিশেষ করে আলমারি তে থাকা সার্টিফিকেট,দলিলপত্র এবং জরুরী কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
পার্শ্ববর্তীতে থাকা এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়,গভীর রাতে আগুনের তাপ ও বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়, ডাক চিৎকারে লোকজন এসে দীর্ঘ সময় পরে পানি দিয়ে আগুন নিভানো সম্ভব হয়।
এ বিষয়ে কাউখালী থানা পুলিশ কর্মকর্তা মো:সোলায়মান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার জন্য রাতেই একটি পুলিশ টিম পাঠানো হয়, এছাড়াও ভোরে থানা পুলিশ ঘটনাস্থল সার্বিক পর্যালোচনা ও পরিদর্শন করেন।