মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলায়,বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী,বৃহস্পতিবার (১জানুয়ারি) কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনানুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় এ বছর অনানুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়। কোনরূপ অনুষ্ঠানিকতা ছাড়াই সকাল ১০ঃ৩০ঘটিকায়, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান,কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার ও মোঃ রফিকুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, উপস্তিত উর্ধ্বতন কর্মকর্তাদেরকে বই বিতরণ কার্যক্রম ঘুরে দেখান। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দের ঝলক দেখা যায়। এভাবে কাউখালী উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক-৯২, ১ম শ্রেণি-৮২৮, ২য় -শ্রেণী ৮০৮, ৩য় শ্রেণী-৮৪৩, ৪র্থ শ্রেণী-৮৮৯ ও ৫ম শ্রেণী-৮৩৭ জনকে মোট=৪৯৯৭ জন ছাত্রছাত্রীকে,২০২৬ সালের নতুন বইঅনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয় ।