পিরোজপুর প্রতিনিধিঃ-
পিরোজপুরের কাউখালী উপজেলায় অদ্য ৩০ এপ্রিল (বুধবার) আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে, ৫নং শিয়ালকাঠি ইউনিয়নের চৌরাস্তা সংলগ্ন মহাসড়কে, সকাল ১০ ঘটিকার সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ কর্তৃক পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী। অভিযান পরিচালনাকালীন সময়ে শব্দ দূষণ সৃষ্টিকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে ৭টি মামলায় মোট ৪৫০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ৩০ এর অধিক গাড়িতে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। পরবর্তীতে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান যে, "হাইড্রোলিক হর্ন এক নীরব ঘাতক। এ হর্নের কারণে ড্রাইভারের নিজেরই শ্রবণ ক্ষমতা ১০ বছরে অর্ধেক হয়ে যায়।" তাছাড়াও সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশু ও বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের অসুস্থ রোগীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উক্ত অভিযান চলাকালে কাউখালী থানা পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগীতা করেন।