মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্প”-এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশীয় বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৫ জানুয়ারী সোমবার, উপজেলা পরিষদ চত্বরে,৫টি ইউনিয়নের ৬০ জন নিবন্ধিত জেলের মাঝে একটি করে দেশীয় বকনা বাছুর প্রদান করা হয়। প্রকল্পের আওতায় জেলেদের জীবিকায় বৈচিত্র্য আনা এবং মাছের প্রজনন মৌসুমে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে জেলেদের সম্পৃক্ত করতে এবং প্রাকৃতিক জলাশয়ে মাছ আহরণে চাপ কমাতে এ ধরনের সহায়তা কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি গবাদি পশু পালনের মাধ্যমে জেলেদের আর্থিক স্বাবলম্বিতা বাড়বে। এ সময় বকনা বাছুর পরিদর্শন সহ বিতরণে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভূমি কমিশনার সুদীপ্ত দেবনাথ,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান। সাংবাদিক মোঃ মেহেদী হাসান নয়ন, মো: রফিকুল ইসলাম এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগী জেলেরা উপস্থিত ছিলেন।