মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর প্রতিনিধি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, ১লা সেপ্টেম্বর জেলা পর্যায়ে এবং ৩রা সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের নির্দেশনা প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি গত ১লা সেপ্টেম্বর(সোমবার) থেকে ৫ই সেপ্টেম্বর(শুক্রবার) পর্যন্ত ৫দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেন। কর্মসূচীর অংশ হিসেবে অদ্য ৪ঠা সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে সড়কের দুই পাশে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং বৈকাল ৫ ঘটিকার সময় সরকারী কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি বিএনপি লাল দল বনাম বিএনপি সবুজ দলের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বিএনপি সবুজ দল ৪-১ গোলে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন পুরস্কারের(ক্রেস্ট) গৌরব অর্জন করে।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম.আহসান কবীর,সাধারণ সম্পাদক এইচ. এম দ্বীন মোহাম্মদ,সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন,সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি,উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ,সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন সহ উপজেলার ৫টি ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার সহশ্রাধীক ফুটবল প্রেমী দর্শকবৃন্দ।