নিজস্ব প্রতিবেদক, কালকিনি (মাদারীপুর);
মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী আজিজ সিকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে এক পরিবারের ওপর হামলা, মারধর এবং মালামাল লুটের অভিযোগ উঠেছে। গত ২৭ ডিসেম্বর কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দেলোয়ার সিকদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগীর দায়ের করা অভিযোগে প্রধান অভিযুক্ত হিসেবে রয়েছেন একই এলাকার প্রতিবেশী আজিজ সিকদার (৬০), তার দুই পুত্র আরিফ সিকদার (৩৫) ও ইমরান সিকদার (২৫)। এছাড়াও ফয়সাল সিকদার, জয়েল ফকিরসহ আরও বেশ কয়েকজনকে এই হামলায় অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পৈত্রিক বসতভিটা দখলকে কেন্দ্র করে প্রতিবেশী আজিজ সিকদার গংদের সাথে দেলোয়ার সিকদারের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর ধারাবাহিকতায় গত ২৭ ডিসেম্বর সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দেলোয়ার সিকদারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। প্রতিবাদ করলে দেলোয়ার সিকদার, তার স্ত্রী নারগিস ও কন্যা তামান্নাকে বেধড়ক মারধর করে জখম করা হয়। বাদী দেলোয়ার সিকদার অভিযোগ করেন, "আজিজ ও আরিফ সিকদারের নেতৃত্বে তারা ঘরে ঢুকে আমার মেয়ের গলা থেকে দেড় লক্ষ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। স্থানীয়রা এগিয়ে এলে তারা আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।"এদিকে, বিরোধপূর্ণ জমিটি নিয়ে উপজেলা ভূমি অফিস থেকে একটি তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ঐ প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, বি.এস ৩৭৭ নং দাগের ঐ ২ শতাংশ জমি এবং সেখানে থাকা বসতবাড়িটি বর্তমানে দেলোয়ার সিকদারের দখলেই রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, প্রতিবেশী হওয়ার সত্ত্বেও আজিজ সিকদারের পরিবার প্রায়ই দেলোয়ার সিকদারের পরিবারকে উচ্ছেদ করার ভয়ভীতি দেখিয়ে আসছিল। হামলার ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে কালকিনি থানা পুলিশ জানায়, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।