আব্দুল হান্নান; পিরোজপুর;
গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমীর জনাব,অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা জামায়াত সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর যে হামলা হয়েছে তা খুবই খারাপ জনক কাজ। এই হামলার সাথে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচার করতে হবে। এসময় তারা আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, একে অপরের পিছনে না লেগে আসুন আমরা সকলে মিলে জুলাই-আগষ্ট বিপ্লবকে ধারণ করে নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলি।