মো: সোহরাওয়ার্দী হোসেন
ব্যুরো প্রধান রাজশাহী
সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর পক্ষ থেকে গোল্ডেন এওয়ার্ড ও সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্। সম্প্রতি রাজশাহীর হোটেল স্টার ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত বিএমএসএস রাজশাহী বিভাগীয় সম্মেলনে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় গোল্ডেন এওয়ার্ড ও সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা, মহাসচিব সগীর আহমেদসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্ দীর্ঘদিন ধরে শিক্ষকতা, সাহিত্যচর্চা ও সাংবাদিকতার পাশাপাশি সাংগঠনিক কাজে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নিষ্ঠা, আন্তরিকতা এবং নেতৃত্বগুণ বিএমএসএসকে এগিয়ে নিতে সহায়তা করেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা বলেন, “শিক্ষক ও সাংবাদিক মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্ সিরাজগঞ্জ জেলার স্থানীয় একজন বাসিন্দা। তিনি সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সাংগঠনিক দক্ষতায় অবদান রাখার জন্যই তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। তাঁর মতো সম্মানিত ব্যক্তির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে।” সম্মাননা প্রাপ্তির পর মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্ সংগঠনের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করে বলেন, “বর্তমানে আমি কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে যে দায়িত্বে রয়েছি, তা যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। ভবিষ্যতেও যদি আরও বড় দায়িত্ব দেওয়া হয়, তবে সর্বোচ্চ নিষ্ঠার সাথে পালন করব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।”উল্লেখ্য, মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্ ইতিপূর্বে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সাহিত্য সংগঠন থেকে প্রায় ৩০টিরও বেশি পুরস্কার, সনদ, সম্মাননা স্মারক ও এওয়ার্ড অর্জন করেছেন। তিনি একাধারে একজন আলেম, লেখক, গবেষক, সম্পাদক, সংগঠক, শিক্ষক, কবি, সাহিত্যিক এবং সাংবাদিক হিসেবে সুপরিচিত। জ্ঞানের চর্চা, লেখালেখি ও সমাজসেবার মাধ্যমে তিনি বিশেষ সুনাম কুড়িয়েছেন।
বিএমএসএস গোল্ডেন এওয়ার্ড ও সম্মাননা স্মারক তাঁর এই বহুমাত্রিক অবদানকে আরও স্বীকৃতি দিলো। সমাজ ও সংগঠনে তাঁর দায়িত্বশীল ভূমিকা আগামী দিনগুলোতেও অগ্রগতির পথকে সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। শিক্ষা, সাহিত্য ও সাংবাদিকতার এই অক্লান্ত পরিশ্রমী মানুষটির জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ শুভকামনা জানিয়েছেন। তাঁরা বিশ্বাস করেন, মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্ আগামীতেও জ্ঞান, কলম ও সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।