ডেক্স রিপোর্টার;
সামাজিক যোগাযোগে দেখা যায় জনাব সাধু মিয়া মহালদার (Jonab Sadho Mia Maldar) নামের একটি আইডি থেকে চুনারুঘাটের আলোনিয়া ক্বারী-বাড়ির পারিবারিক বিষয় নিয়ে একাধিক ভিডিও আপলোড দেওয়া হয়। ২৯ ফেব্রুয়ারী( বৃহস্পতিবার) একটি ভিডিও'র হেডলাইনে " বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট " হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল মমিন কে অকথ্য ভাষায় উপস্থাপন করা হয়। ইতিমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকহারে ভাইরাল হয়। এমতাবস্থায় আব্দুল মমিন তার পরিবার ও সামাজিক ব্যক্তিত্ব নিয়ে মানহানিকর পরিস্থিতির স্বীকার। আব্দুল মমিন জানান, উক্ত ফেইসবুক আইডি ব্যবহারকারী ব্যক্তির বিরুদ্ধে শীঘ্রই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করবেন।
জানা যায়, আব্দুল মমিন দীর্ঘদিন যাবত তার বসত ভিটার জায়গাটি ব্যবহার করে আসছেন। এবং উক্ত জায়গার সমস্ত দলিলপত্রের প্রমাণাদি তার নিকটস্থ। কিন্তু তার ব্যবহৃত বসতভিটায় গৃহস্থালির কাজ করতে গেলেই বিপত্তি বাঁধে প্রতিবেশি আছিয়া খাতুনের। অশ্লীল ভাষায় গালিগালাজ সহ বেপরোয়াভাবে তেড়ে আসেন আছিয়া খাতুন । প্রতিনিয়ত মৌখিকভাবে আছিয়া খাতুন দাবি করে আসছেন বসত ভিটার এই অংশটি তার কিন্তু তার কাছে এর কোনো সংরক্ষিত ডুকুমেন্ট নেই। বিষয়টি নারী সমন্ধ স্পর্শকাতর হওয়ার সামাজিকতার কথা চিন্তা করে এভাবেই দীর্ঘদিন আছিয়ার মানসিক অত্যাচার সহ্য করে আসছেন আব্দুল মমিন।
তাদের এই পারিবারিক দন্ধের সুযোগটি কাজে লাগিয়ে সাধু মিয়া পারিবারিক বিষয়গুলো ক্যামেরায় ভিডিও করে প্রতিনিয়ত মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন।