জাফর ইকবাল যশোর, ঝিকরগাছা প্রতিনিধি:
ঝিকরগাছায় জুলাই শহিদ দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই (বুধবার) সকাল ১০ টায় উপজেলা কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সরোয়ার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালি সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সবাই কে ধারণ করে এগিয়ে যেতে হবে। জুলাই পরে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এখন এই দেশটাকে নতুন করে সাজাবো। আজকের এই দিনে সকল শহীদের জন্য দোয়া করবো। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ, ঝিকরগাছা পল্লী বিদুৎ এর ডিজি এম গোলাম কাদের, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান, নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি জাফর ইকবাল, সহ প্রচার সম্পাদক ইনকিয়াদ আহম্মেদ রাফিন, সদস্য তৌহিদুজ্জামান তৌহিদ, ছাত্রপ্রতিনিধি আঁখি খাতুন, ফায়ার সার্ভিসের ইনচার্জ নয়ন হোসেন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যাক্তিবর্গ।