মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :
ঝিলবুনিয়ার পীর সাহেব হুজুর ওমরা পালন করতে গিয়ে সৌদি আরবে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ২৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে সৌদি আরবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের প্রথম জানাজা সৌদি আরবে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ দেশে আনার পর মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামে তার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল আলিম এবং বিএনপির বিভিন্ন এমপি প্রার্থীগণ।
আগামী শুক্রবার মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য দাওয়াত জানানো হয়েছে।
মরহুমের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধর্মপ্রাণ মুসলমানরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।