আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:
উখিয়ার দুই কারবারি শফি আলম ও শাহজাহানকে আটক করছে র্যাব। উখিয়া হতে একটি মিনি ড্রাম-ট্রাকযোগে দুইজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বহন করে টেকনাফের দিকে যাচ্ছে। উনচিপ্রাংয়ে চেক পোস্ট স্থাপন করে র্যাব-১৫ তাদের গ্রেফতার করে।
তাদের ড্রাম-ট্রাক থেকে ৫০,০০০-হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ১) শফি আলম (৪২), পিতা-মৃত গুরা মিয়া, মাতা-মসুদা বেগম, সাং-পশ্চিম হলদিয়া, ০৬নং ওয়ার্ড, হলদিয়াপালং।
২) মোঃ শাহ জাহান (৩৩), পিতা-সগির শাহ, মাতা-আনোয়ারা বেগম, সাং-আঞ্জমান, ০৯নং ওয়ার্ড, ইউনিয়ন-পালংখালী,-উখিয়া।