আলমগীর আকাশ
টেকনাফ,কক্সবাজার
টেকনাফে জামায়তের পৌর সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে পৌরসভা থেকে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় সমাবেশে যোগদানের পরবর্তী পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছে। ২৬ জুলাই-২৫ইং সন্ধ্যায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ পৌরসভার ওলামা সভাপতি মাওলানা আবদুল জলিল, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম, শ্রমিক নেতা মোহাম্মদ আইয়ুব,পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি খোরশেদ আলম দিদারসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ। সভার শুরুতে আল কুরআন তিলাওয়াত করেন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবদুল জলিল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইসমাইল বলেন,প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দ্বীনের কাজে নিয়োজিত থাকার তাওফিক দান করেছেন। গত ১৯ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশে সফলভাবে পৌরসভা থেকে বিপুল সংখ্যক কর্মী নিয়ে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত । এ সমাবেশ থেকে আমরা নতুন অভিজ্ঞতা, দিকনির্দেশনা অর্জন করেছি এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে অনুপ্রেরণা পেয়েছি। তিনি পর্যালোচনা সভায় উপস্থিত সকলের সামনে পূর্ণাঙ্গ আয়-ব্যয়ের হিসাব পেশ করেন,এবং সকলের সন্তুষ্ট প্রকাশ করেন । একইসাথে যাত্রাপথে কোনো কর্মীবাহিনীকে যথাযথ সহযোগিতা করতে না পারা এবং যাত্রাকালে কোনো অসুবিধা সৃষ্টি হয়ে থাকলে ব্যক্তিগত ও সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ পৌর সভাপতি রবিউল আলম বলেন,আমরা মানুষ, আমাদের মধ্যে ভুল থাকতেই পারে। রাসূল (সা.) বলেছেন, ‘প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর যারা ভুলের পর তাওবা করে তারাই শ্রেষ্ঠ।’আমরা চাই ভবিষ্যতে আরও সমন্বিতভাবে, আন্তরিকভাবে একে অপরের সহযোগিতায় দ্বীনের কাজ করতে। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা;
সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
★ দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় বৃদ্ধি।
★ কর্মী ভাইদের সাথে আরও আন্তরিক যোগাযোগ রক্ষা।
★পরিকল্পিতভাবে দায়িত্ব বণ্টন।
★কষ্টের বদলে মমতা ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলা। সভায় বক্তারা আরও বলেন, সংগঠনের প্রতিটি কর্মী যেন আল্লাহর সন্তুষ্টির নিয়তে, ভ্রাতৃত্বের বন্ধনে,সোহার্দ্যপূর্ণ পরিবেশে ও পারস্পরিক ক্ষমাশীলতার সাথে দ্বীনের কাজ করেন।
পৌর সভাপতি রবিউল আলম আরও উল্লেখ করেন,
টেকনাফ পৌরসভার মাটি ইসলামকে ভালোবাসার মানুষের ঘাঁটি। বিগত ৫৪ বছর ধরে এদেশের মানুষ বিভিন্ন দলের শাসন, ব্যবহার,তাদের কার্যকলাপ দেখেছেন। তাই পৌরসভার ছাত্র-যুবক,শ্রমিক জনতাকে অর্থাৎ সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে গণমিছিলে অংশগ্রহণের মাধ্যমে আপনারা এটি প্রমাণ করবেন, ইনশাআল্লাহ। দোয়ার মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন পৌর সভাপতি রবিউল আলম।