আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।পুলিশ জানায়, গত ১ নভেম্বর (শুক্রবার) রাত ১১টা ৫ মিনিটে টেকনাফ মডেল থানার একটি বিশেষ আভিযানিক দল টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুলাল পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নেছার বিন ফয়সাল (৪২)। তিনি চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার পশ্চিম নিমতলা এলাকার হাশেম মেম্বারের বাড়ির নেছার আহম্মদের ছেলে। টেকনাফ থানার ওসি আবু জায়েদ নুর বলেন,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।