মোঃ সায়েম মাতুব্বর
মাদারীপুর প্রতিনিধি-
মাদারীপুর জেলার ডাসারে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার(২৬মার্চ)২০২৪ ইং তারিখ সকালে ডাসার উপজেলা পরিষদ মাঠ অঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ৩১ বার তোপধ্বণির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়।
পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এতে উপজেলা প্রশাসন কানিজ আফরোজ এর সভাপতিত্বে,বীরমুক্তিযোদ্ধা সরকারী শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজ,ডিকে সৈয়দ আতাহার আলী কলেজ, ডাসার থানা পুলিশ,
উপজেলা আওয়ামী লীগ,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি,ডাসার প্রেসক্লাবসহ রাজনৈতিক সংগঠন ও সরকারি বেসরকারী সাহিত্য শাসিত বিভিন্ন দপ্তর এবং সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়েছে।
সব শেষে উপজেলা কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ, সঞ্চালনায় ছিলেন, সরকারী কমিশনার ভূমি মোঃ সায়েদুজ্জামান হিমু,
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য মোসা- তাহমিনা বেগম এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন, ডাসার থানা অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর, হারুন অর রশিদ মাতুব্বার, আঃ হাকিম তালুকদার, আবুল কাশেম হাওলাদার, আঃ জলিল তালুকদার, কালাচাঁন সরদার, শামছুল হক হাওলাদার, মোকসেদ সরদার সহ ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান হাওলাদার, সদস্য এ্যাড, প্রতাপ চন্দ্র বাড়ৈ, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সরিফ খায়রুল আলম মুকুল, হান্নান মাতুব্বার হনু, ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারন সম্পাদক সৈয়দ অনিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন মীর সুজন, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম কালু,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান, মাসুদ হোসেন খান, গোলাম আলী আকন, হামিদ খান রনি সহ সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
দিবসের অন্যান্য কর্মসচির মধ্যে রয়েছে বীরশ্রেষ্ঠ নুর মোহম্মদ ষ্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ, শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পকলা অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা ও পরিবারের সংবর্ধনা, আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও প্রমান্য চিত্র প্রদর্শন,আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি।