বিশেষ প্রতিনিধি, পিরোজপুর।
পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ১নং তুষখালী ইউনিয়নের জানখালী এলাকার কাটাখাল গ্রামে দীর্ঘদিন ধরে চলছে শুঁটকি মাছের অবৈধ রমরমা ব্যবসা। অভিযোগ রয়েছে, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আইন অনুযায়ী নিষিদ্ধ ও বিরল প্রজাতির মাছ নির্বিচারে শিকার, শুকানো ও বিক্রি করা হচ্ছে এই শুঁটকি পল্লীতে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় যেসব মাছ ধরা ও বিক্রির ওপর আইনগত নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো প্রকাশ্যে এখানে শুকিয়ে বাজারজাত করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন, হ্যাঙ্গর, কামোট ও শাপলা পাতা মাছসহ বিভিন্ন বিরল প্রজাতির মাছ শুঁটকি করে ট্রাকে করে শহরে পাঠানো হচ্ছে। অভিযোগ উঠেছে, বন বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশেই এই অবৈধ ব্যবসা দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, বন বিভাগের তদারকির অভাবে শুধু মাছ নয়, উপজেলার বিভিন্ন সড়কের সামাজিক বনায়নের লক্ষ লক্ষ টাকার সরকারি গাছও নামমাত্র মূল্যে কেটে নেওয়া হচ্ছে।
তাদের ভাষ্যমতে, একটি উপজেলায় একজন বন কর্মকর্তা থাকলেও তার দায়িত্ব পালনে চরম অবহেলা পরিলক্ষিত হচ্ছে। ফলে সরকারি বনসম্পদ ও পরিবেশ উভয়ই মারাত্মক হুমকির মুখে পড়েছে।
শুঁটকি পল্লীতে সরেজমিনে দেখা যায়, প্রকাশ্যে মাছ শুকানো হচ্ছে এবং তা গাড়িযোগে বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। অথচ এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই শুঁটকি পল্লীর ভিডিও ও বিজ্ঞাপন প্রচার হচ্ছে, যা এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই অবৈধ শুঁটকি ব্যবসা বন্ধে কঠোর অভিযান পরিচালনা করতে হবে এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিন তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।