স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ'-প্রতিপাদ্যে জাতীয় অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, জনস্বাস্থ্য কর্মকর্তা মিঠুন কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, আইসিটি অফিসার নবীউল করিম, পঞ্চগড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অপারেটর সাইদুর রহমান, শাহজালাল, উপজেলা জামায়াতের জাহাঙ্গীর আলম, এনসিপির যুগ্ম আহবায়ক এমএ মতিনসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অভিবাসী ও প্রবাসী দিবস সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। একই সাথেরেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আলোচনা করা হয়।