স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব৷ :
পঞ্চগড়ে তেঁতুলিয়ায় ১০ ই জুলাই বৃহস্পতিবার তেঁতুলিয়া উপজেলার গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ( এল এস ডি) রোগ প্রতিরোধ প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে তেতুলিয়া সদর ইউনিয়নের দর্জি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভেটোনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ডা:মো: নাজমুল হক উপজেলা প্রাণিসম্পদ অফিসারের নেতৃত্বে একদল ভেটোরিনারি মেডিকেল টিম এলএসডি রোগা কান্ত গবাদি পশু সমূহকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও মেডিসিন বিতরণ করেন। ক্যাম্পে উল্লেখিত ৮০ জন খামারীর সর্বমোট ১১২ টি গবাদি পশুকে বিনামূল্যে মেডিকেল সেবা ও মেডিসিন প্রদান করা হয় এবং খামারীদের মাঝে প্রতিরোধ জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন শাহিনুর ইসলাম সবুজ, শাহনেয়াজ শিমু,ফেরদৌস আলম, সোলাইমান কবির,আকরাম, রনি প্রমুখ।