হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ে তেতুলিয়া উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও নারী জয়িতাদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর একটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুল হাসান সভাপতিত্বে উপজেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সফল অর্জনকারী নারী, মোছাঃ সাগরিকা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল মোছাঃ মেহেরুন নেহার,, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মর্জিনা খাতুন, সমাজ উন্নয়নে অসামন্য অবদান ও সফল নারী সখিনা বেগম,সফল জননী হিসেবে কমিজান নেছা, “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে নির্বাচিত পাঁচজন জয়ীতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার, , মৎস্য অফিসার, বাবু হিরানত্ত রায়, বীরেন্দ্রনাথ বর্মন, আয়োজনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর তেতুলিয়া , মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহজাহান আলী, কর্মকর্তা কর্মচারী, পিন ও ইলেকট্রিক মিডিয়া উপস্থিত ছিলেন