স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :
“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন শ্রমিক ফেডারেশনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১মে) সকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেঁতুল তলায় এইসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন সংগঠনের একত্রিত নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার চৌরাস্তা বাজারের তেঁতুল গাছের নিচ থেকে বের হয়ে তেতুলিয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেঁতুল গাছের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে সকল সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ সহ সকল রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্বাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন রঞ্জু । উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক .আবু সাঈদ মিয়া, উপজেলা যুবদল আহ্বায়ক খন্দকার আবু নোমান ইমরান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জাহাঙ্গীর আলম,উপজেলা ভ্যান শ্রমিক সমিতির উপদেষ্টা সাইদুর রহমান,সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি খন্দকার আবু সালেহ ইমরান,,ছাত্রদল সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক। তেঁতুলিয়া সদর ইউনিয়ন ...সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব, ও সাংগঠনিক সম্পাদক আমির আলী,।এছাড়াও আরও ছিলেন ভ্যান সমিতির সভাপতি মনসুর আলী, নির্মাণ শ্রমিক সভাপতি আব্দুস সালাম, হোটেল শ্রমিক সভাপতি আব্দুল হাকিম,,করাত কল সভাপতি আশরাফুল প্রমুখ।
উক্ত র্যালী ও আলোচনা সভায় দলমত নির্বিশেষে সর্বস্তরের শ্রমিক-মালিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।