বিশেষ প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে ৩য় বারেরমত মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আচরনবিধি মেনে নৌকার প্রার্থী হিসেবে টানা তৃতীয়বার মনোনয়ন পত্র জমা দিলেন এমপি শিবলী সাদিক। এসময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ, বিরামপুর পৌরসভার মেয়র আককাস আলী, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, বিরামপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক
মাহবুব আলম বকুল, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন টিটু সহ সমর্থনকারী,প্রস্তাবকারী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।