নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ব্যবসায়ীর দুই গোডাউনে সরকারি ২৯ টন ৩১০ কেজি চাল জব্দ করেছে। নওগাঁর রাণীনগরে ব্যবসায়ীর দুই গোডাউনে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে সরকারি ২৯ টন ৩১০ কেজি চাল জব্দ করেছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটের দুইটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান। শেখ নওশাদ হাসান জানান, সরকারি বিভিন্ন চাল কয়েকজন ব্যবসায়ী কিনে দুইটি গোডাউনে মজুত করে রেখেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটে মোবাইল কোর্টের অভিযান পরিচলনা করা হয়। অভিযানে দুই গোডাউন থেকে ৫০ কেজির ৪৫৩ বস্তা ও ৩০ কেজির ২২২ বস্তাসহ মোট ২৯ টন ৩১০ কেজি সরকারি চাল পাওয়া যায়। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশকিছু সরকারি বস্তা পাওয়া গেছে। অভিযানের সময় চাল ব্যবসায়ী জাহাঙ্গীর বাবুসহ সবাই পলাতক ছিলেন। মোবাইল কোর্টের মাধ্যমে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান, উপজেলার একডালা ক্যাম্পের ইনচার্জ এএসআই হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।