মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি
ষড় ঋতুর দেশ বাংলাদেশ। প্রকৃতি তার বৈচিত্র্যময় রূপে বছরে ছয়বার নতুন সাজে সেজে ওঠে। এর মধ্যে শীতকাল বাঙালির ঘরে ঘরে বিশেষ বার্তা বয়ে আনে। বাংলা বর্ষপঞ্জির অগ্রহায়ণ মাস মূলত শীতের আগমনী বার্তা বহন করে। এখন হিমেল হাওয়া, শিশিরভেজা ভোর আর কুয়াশায় মোড়া সকাল জানিয়ে দিচ্ছে—প্রকৃতির সবচেয়ে আদুরে ঋতু শীত এসে গেছে। সকালের কুয়াশা উপেক্ষা করে সূর্যের মিষ্টি রোদ ঝলমল করছে মাঠে মাঠে। ঘাসের ডগায় ও আমন ধানের পাতায় ঝুলে থাকা শিশিরবিন্দু মুক্তোর মতো দীপ্তি ছড়াচ্ছে। টিনের চালে টুপটাপ ঝরে পড়ছে শিশিরবিন্দু, যেন আকাশটিই কেঁদে চলেছে নিরবধি। কৃষিজীবনে শীতের আমেজ
নওগাঁ জেলার ১১টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এখন শীতের আগমনের প্রস্তুতি শুরু হয়েছে। মাঠে মাঠে চলছে শীতকালীন সবজি আবাদ ও পরিচর্যার ব্যস্ততা। কোথাও বীজ রোপণ, কোথাও আগাছা পরিষ্কার ও কীটনাশক প্রয়োগের কাজ চলছে। আগাম উৎপাদিত সবজি বাজারে নিয়ে যাওয়ার তোরজোড়ও শুরু হয়ে গেছে।
হাটবাজারে উঠতে শুরু করেছে মৌসুমি সবজি—মূলা, লালশাক, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম, লাউ, শসা, বরবটি, টমেটো, গাজর, দেশি মরিচসহ নানা রকম পণ্য। নবান্নের প্রস্তুতি ও পিঠা-পায়েসের উৎসব
ধানের মাঠ এখন সোনালি বর্ণে ঝলমল করছে। কৃষকের ঘাম আর শ্রমে উৎপাদিত আমন ধান ঘিরে গ্রামীণ জনপদে চলছে নবান্নের প্রস্তুতি। প্রতিটি ঘরে তৈরি হচ্ছে বাহারি পিঠা—নারিকেল পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, ভাপা পিঠা, খির পিঠা ইত্যাদি। অল্প কদিনের মধ্যেই মাঠজুড়ে ফুটবে সরিষার ফুল, আর দিগন্তজোড়া হলুদে রাঙা হবে প্রকৃতি। অতিথি পাখির কলরব ও প্রকৃতির পরিবর্তন গ্রামীণ জনপদের জলাশয়গুলোতে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছে অতিথি পাখিরা। তাদের ডানা ঝাপটানো ও কলরবে মুখর সকাল-বিকেল। গাছের গাঢ় সবুজ পাতা ধীরে ধীরে খয়েরি বর্ণ ধারণ করছে, শুরু হয়েছে পাতা ঝরার পালা—প্রকৃতি জানাচ্ছে শীতের আগমন বার্তা। শীতবস্ত্রের ব্যস্ততা ও প্রস্তুতি
নওগাঁর মার্কেট ও বিপণিবিতানগুলো এখন শীতবস্ত্রে ভরে উঠেছে। জ্যাকেট, সোয়েটার, শাল, মাফলার, কম্বল, হাত-পায়ের মোজা, উলের টুপি সাজানো দোকানজুড়ে। ধনী-গরিব সবারই এখন ব্যস্ততা শীতের প্রস্তুতিতে। নিম্নবিত্তরা ছুটছে রাস্তার পাশে বসা মৌসুমি শীতবস্ত্র বিক্রেতাদের কাছে পুরোনো কাপড় কিনতে।
মনিহারি ও স্টেশনারি দোকানগুলোতেও মজুত করা হচ্ছে লিপজেল, পেট্রোলিয়াম জেলি, লোশন ও বিভিন্ন ধরনের ক্রীম। সতর্কতা ও সচেতনতা
শীতের সঙ্গে আসে ঠান্ডাজনিত নানা রোগব্যাধি—বয়স্কদের শ্বাসকষ্ট, শিশুদের নিউমোনিয়া, হাঁপানি, চুলকানি, সর্দি-কাশি, হাত-পা ফাটা ইত্যাদি। তাই এখন থেকেই সচেতনতা অবলম্বন ও প্রয়োজনীয় সতর্কতা নেওয়া জরুরি। তবুও, শত সমস্যার মাঝেও আনন্দে ভরে উঠছে গ্রামীণ জনপদ। কারণ, প্রকৃতি জানিয়ে দিয়েছে—আসছে শীত, আসছে নতুন আনন্দের ঋতু।