নওগাঁ জেলা প্রতিনিধিঃ;
নওগাঁয় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোতালেব (৫০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।
রোববার ১৪ ডিসেম্বর ২০২৫বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কাঁঠালতলী-রাণীনগর আঞ্চলিক সড়কের পিরোজপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নওগাঁ থেকে রাণীনগরের দিকে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে নওগাঁমুখী ট্রাকের সংঘর্ষ হলে ট্রাকটি উল্টে যায় এবং অটোরিকশাটি চাপা পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশাচালকের মৃত্যু হয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।