নওগাঁ জেলা প্রতিনিধি;
নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের ফতেপুর এলাকার একটি মাদ্রাসা থেকে আব্দুর রহিম (১১) নামের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিমের বাড়ি একই ইউনিয়নের কানমটকা গ্রামে।
ঘটনার পর থেকেই মাদ্রাসা ও আশপাশের এলাকায় শোক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানায়,ফজরের নামাজের সময় মাদ্রাসার এক হুজুর বাইরে পড়ে থাকা অবস্থায় রহিমকে দেখতে পান।পরে তিনি বারান্দায় নিয়ে এসে হাত-পা নাড়াচাড়া করে দেখেন, কোনো সাড়া নেই। বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে অন্যদের খবর দেন। খবর পেয়ে নিহতের পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। চোখের সামনে প্রাণবন্ত এক শিশুর এমন মৃত্যুতে স্তব্ধ পুরো এলাকা। সবাই জানতে চায়—কীভাবে, কেন এমন মর্মান্তিক ঘটনা ঘটল।