মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও হোটেল কলমিলতা’র স্বত্বাধিকারী জিল্লু রহমান (৭০) নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সাপাহার বাজার থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি তাজপুরে যাওয়ার পথে ‘স’ মিল এলাকায় একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার বিকেল সাড়ে ৪টায় তাজপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্র জানায়, তিনি বীর মুক্তিযোদ্ধা হলেও রাজনৈতিক কারণে পূর্বে মুক্তিযোদ্ধা তালিকা থেকে তার নাম বাদ পড়েছিল।