মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনের রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মিরাট ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, “এ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি রুকুনুজ্জামান খান রুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান (ভিপি জাপান), যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।